মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট

হজের উদ্দেশে যাত্রীদের রওনার দৃশ্য
জীবনযাপন
দেশে এখন
0

মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজের ফ্লাইট। আজ (সোমবার, ২৮ এপ্রিল) দিবাগত রাত ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইটটি ৪১৯ জন সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

এদিন, সাউদিয়া অ্যাবিয়ান এয়ারলাইন্স ও ফ্লাইনাসের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে।

এর আগে সোমবার সন্ধ্যা ৭টায় আশকোণায় হাজী ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

এ ছাড়া হজ ক্যাম্পের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এদিকে হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের বাংলাদেশ (হাব) জানিয়েছে, সময়মতো বাড়িভাড়া সম্পন্ন করায় এবার ভিসা জটিলতার শঙ্কা নেই।

এ ছাড়াও সেবার মান বাড়াতে এবার হজ কার্যক্রমে যুক্ত হচ্ছে মোবাইল অ্যাপ।

এসএস