আজ (বুধবার, ৩০ এপ্রিল) ঢাকায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে কুর্মিটোলায় বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’ উপভোগ করেন প্রধান উপদেষ্টা।
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনীর গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা বলেন, ‘এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা অসম্ভব। এখন আমরা যখন কথা বলছি, তখন আমাদের কাছেই ভারত-পাকিস্তানে যুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে। সকালের খবরে দেখলাম (হয়তো গুজব), যে আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করছি এবং এই মুহূর্তে প্রস্তুতি না নেয়াটা আত্মঘাতী। প্রস্তুতি নিতে হলে আধাআধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি যে, জয়ই এর একমাত্র অপশন, পরাজয় কোনো অপশন হতে পারে না।’
ড. ইউনূস বলেন, ‘যেকোনো পরিস্থিতি মোকাবিলায় একটি আধুনিক এবং সদা প্রস্তুত বিমানবাহিনী গড়ে তোলার লক্ষে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাংলাদেশ বিমানবাহিনী সময়োপযোগী পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সমসাময়িক ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও কার্যকর আকাশ প্রতিরক্ষার পাশাপাশি বিস্তীর্ণ সমুদ্র এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানের লক্ষে কাজ করে যাচ্ছে।’
মহড়ায় বিমানবাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে তাদের কর্মদক্ষতা, যুদ্ধ প্রস্তুতি এবং সক্ষমতা তুলে ধরে। কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনী এ কে খন্দকার ঘাঁটিতে বাহিনীর এই নৈপুণ্য দেখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমুদ ইউনূস। এ সময় তিনি নিরাপদ, উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।