এর আগে লন্ডনের স্থানীয় সময় ২টা ১০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দরে নিয়ে যান।
রওনা দেয়ার সময় তাৎক্ষণিক বক্তব্যে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, ম্যাডাম ঢাকার উদ্দেশে হিথ্রো বিমানবন্দরে যাচ্ছেন। তার ছেলে তারেক রহমান নিজের গাড়িতে করে মাকে নিয়ে যাচ্ছেন। গাড়িতে সামনের আসনে আছেন খালেদা জিয়া। পেছনের সিটে আছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।
তিনি জানান, হিথ্রো বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে ইনশাআল্লাহ কাতার আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স যাত্রা করবে স্থানীয় সময় ৪টা ১০ মিনিটে।
যাত্রার মাঝে কাতারের রাজধানী দোহায় হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এক ঘণ্টার জন্য বিরতি থাকবে। এ সময় সেখানে এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় জ্বালানি নেয়া হবে। এরপর সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে অ্যাম্বুলেন্সটি।
আগামীকাল সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
আরো পড়ুন:
বিএনপি চেয়ারপারসনসহ সফরসঙ্গী হিসেবে দেশে ফিরছেন ১৩ জন। আজ সন্ধ্যায় বিএনপির প্রেস উইং থেকে পাঠানো তথ্যে এটি জানা গেছে।
বিএনপি উইংয়ের তথ্যানুযায়ী, খালেদা জিয়ার সঙ্গে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে থাকছেন তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। এছাড়া তার মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য ও বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এম আহমেদ, খালেদা জিয়ার সহকারী মাসুদুর রহমান, দিলারা মালিক, তার দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রুপা শিকদারও থাকবেন।
অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কাল দেশে ফিরছেন অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার ও ডা. জাফর ইকবাল।
খালেদা জিয়ার দেশে ফেরার খবরে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। দলীয় প্রধানকে স্বাগত ও অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলো। এ নিয়ে গত কয়েক দিনে দফায় দফায় প্রস্তুতি সভাও করা হয়েছে।