শাপলা গণহত্যার বিচার চেয়ে শিবিরের মানবপ্রাচীর কর্মসূচি

শাপলা গণহত্যার বিচার চেয়ে শিবিরের মানবপ্রাচীর কর্মসূচি
দেশে এখন
0

সুষ্ঠু তদন্তের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবি জানিয়েছেন ইসলামি ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। আজ (সোমবার, ৫ মে) দুপুরে রাজধানীর মতিঝিলে ৫ মে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার দাবিতে ঢাকা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে 'মানবপ্রাচীর নির্মাণ' কর্মসূচিতে তিনি এ কথা বলেন। এদিকে সরকারের কাছে শহীদের তালিকা প্রকাশ করার আহ্বান জানান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদী।

রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালে সংঘটিত বর্বরোচিত গণহত্যার বিচারের দাবিতে সারাদেশের সব বিভাগীয় শহরে মানবপ্রাচীর কর্মসূচির পালন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। তার‌ই ধারাবাহিকতায় মতিঝিলের শাপলা চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরের উদ্যোগে মানবপ্রাচীর কর্মসূচি।

মানবতার কর্মসূচিতে মহানগরের নেতা কর্মীরা ছাড়াও উপস্থিত কেন্দ্রীয় নেতা কর্মীরাও। উপস্থিত নেতাকর্মীরা ৫ মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের পরবর্তী যে মামলাগুলো হয়েছে সেগুলোর প্রত্যাহারের পাশাপাশি হত্যাকাণ্ডের নতুন করে তদন্তের দাবি তুলেন।

পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে নীল নকশা বাস্তবায়নে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে মন্তব্য করে ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যা দিবস পালনের সরকারকে আহ্বান জানান।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘বিভিন্ন গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে প্রায় ২০০ জনের বেশি শহীদ হওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে। আমরা বলতে চাই, এই শাহাদাতের পথ মারি দিয়ে আজকের ২০২৫ সালের যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, আমরা বলতে চাই এই মাপলা চত্বরে গণহত্যার বিচার অবশ্যই অবশ্যই করতে হবে।’

এদিকে বিকেলে শাপলা চত্বরের গণহত্যার বিচারের দাবিতে জুলাই জনতার সংহতি প্রকাশ অনুষ্ঠানে কথা বলেন ২০১৩ সালের ৫ মে শহীদ পরিবারে সদস্যরা।

সরকারের কাছে শহীদের তালিকা প্রকাশ করার আহ্বান জানান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদী।

তিনি বলেন, ‘শাপলা না হলে কোনোদিন জুলাই হতো না। ফ্যাসিবাদের বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাতে কোনো লাঠি না নিয়ে বাংলাদেশের একটা পতাকা নিয়ে গ্রামগঞ্জ থেকে, বাংলাদেশের সমস্ত জনপদ থেকে গুলির মুখে জীবন দিয়ে বুক চিতিয়ে লড়াই করা শিখিয়েছিল এই শাপলা।’

এর আগে শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের সমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করে হেফাজতে ইসলাম। সংগঠনটি জানিয়েছে, এটি একটি প্রাথমিক খসড়া তালিকা।

এসএস