হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বাংলা মোটর থেকে শাহবাগ দখল করা হবে। ইন্টারকন্টিনেন্টালের মোড়ে অবস্থান করবে। সরকারকে এক ঘণ্টা আল্টিমেটাম।’
সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধসহ তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আজ সারাদিন শাহবাগ অবরোধ কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন তারা।
পরে বিকেল ৩টায় শাহবাগে শুরু হয় গণ-জমায়েত কর্মসূচি। গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে নানা স্লোগানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে গণ-জমায়াতে জড়ো হন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
আরো পড়ুন:
আন্দোলনকারীরা জানান, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা শাহবাগ অবরোধ কর্মসূচি অব্যাহত রাখবেন।
দিনভর ব্লকেড কর্মসূচির আওতায় বন্ধ ছিলো শাহবাগের সবগুলো রাস্তা। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনগুলোকে যাতায়াতের সুযোগ করে দেয়া হয়।