ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’র অবস্থান

যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের অবস্থান
দেশে এখন
0

আওয়ামী লীগ নিষিদ্ধে ‘এক ঘণ্টার আল্টিমেটাম’-এ সরকারের ঘোষণা না আসায় শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা করেছে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’। তারা বর্তমানে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে। আজ (শনিবার, ১০ মে) রাত ৯টার দিকে তারা মার্চ টু যমুনা শুরু করে।

এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চলছে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। রাত ৮টার দিকে শুরু হওয়া এ বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের একটি সূত্র বৈঠক শুরুর বিষয়টি নিশ্চিত করেছে।

যমুনা জরুরি বৈঠক ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ব্যানারে আসা আন্দোলনকারীদের মিছিলকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।

এর আগে সন্ধ্যায় এক ঘণ্টার মধ্যে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হয় তাহলে ‘ফ‍্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ শাহবাগ থেকে মার্চ টু যমুনা কর্মসূচির ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধসহ তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আজ সারাদিন শাহবাগ অবরোধ কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন তারা।

পরে বিকেল ৩টায় শাহবাগে শুরু হয় গণ-জমায়েত কর্মসূচি। গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে নানা স্লোগানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে গণ-জমায়াতে জড়ো হন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

এসএস