আ.লীগ কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সরকার সব দলের সঙ্গেই আলাপ করেছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
দেশে এখন
0

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বাংলাদেশের মানুষের অধিকার খর্ব করায়। এ বিষয়ে সরকার সব দলের সঙ্গেই আলাপ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ (সোমবার, ১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত মিট দ্য রিপোর্টার্সে তিনি এ কথা বলেন। বলেন, ‘সরকার আওয়ামী লীগের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, সব রাজনৈতিক দল এ সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে সারাদেশে উচ্ছ্বাস দেখা গেছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে জাতিসংঘের প্রতিবেদনের প্রেক্ষিতে। যেখানে আওয়ামী লীগের জোট ১৪ দলের সম্পৃক্ততা বলা হয়নি।’

তিনি বলেন, ‘ভারত গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। সত্যি কথাকে তারা নিতে পারে না। যে কারণেই বাংলাদেশের গণমাধ্যম বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ সরকার পাল্টা ব্যবস্থা নেবে না।’

সেজু