দু-এক দিনের মধ্যেই দ্বিতীয় দফার আলোচনা, সব দল আন্তরিক: আলী রীয়াজ

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ
দেশে এখন
0

সব রাজনৈতিক দল প্রথম পর্যায়ের আলোচনায় আন্তরিকভাবে অংশ নিচ্ছে জানিয়ে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, আগামী দুই-এক দিনের মধ্যেই দ্বিতীয় দফার আলোচনা শুরু করবে কমিশন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, যেসব বিষয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে, তা নিয়েও সমাধানে পৌঁছানো সম্ভব হবে।

আজ (রোববার, ১৮ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনায় দ্বিতীয় দফার বৈঠকে বসে ১১ সদস্যের জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রতিনিধিদল। এসময় এসব কথা বলেন ড. আলী রীয়াজ।

এদিকে, এখন পর্যন্ত নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

দলের নায়েবে আমীর শুভেচ্ছা বক্তব্যে অভিযোগ করেন, নির্বাচনের আগেই তার দলের লোকদের ওপর হামলা হচ্ছে। তাই নির্বাচন যত দেরি হবে, পরিস্থিতি ততই খারাপ হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

নির্বাচন কমিশনের কিছু কাজে প্রশ্ন উঠেছে উল্লেখ করে তিনি সরকারকে এই ব্যাপারে নজর দেয়ার আহ্বান জানান। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকারকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

গত বছরের অক্টোবরে ৬টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশ নিয়ে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐকমত্য কমিশন।


এনএইচ