তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের বহু মানুষ তাদের জীবন বিলিয়ে দিয়েছেন শুধু তাদের অধিকার প্রতিষ্ঠায়। এখন দেশ গড়ার সময়।’
ঢাকা শহরে ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ তৈরির পরিকল্পনার পাশাপাশি খেলাধুলার ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি। ক্রিকেট ছাড়াও বিভিন্ন খেলার মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের পরিচিতি বাড়ানোর উদ্যোগের বিষয়েও জোর দেন তারেক রহমান।