আজ (বুধবার, ২১ মে) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শ্রম উপদেষ্টা বলেন, ‘ঈদ সামনে রেখে শ্রমিকের পাওনা ২৮ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। সেটি না করলে যাদের বিরুদ্ধে মামলা আছে তারা গ্রেপ্তার হবেন। যেসব মালিকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে, তারা বিদেশে থাকলে রেড অ্যালার্ট জারি করতে বলেছি। হয় পাওনা শোধ করতে হবে, না হলে জেলে যেতে হবে। বেতন পরিশোধ না করলে দেশের বাইরে তো দূরের কথা ঢাকার বাইরে যেতে পারবে না মালিকরা।’
তিনি বলেন, ‘শ্রমিকদের পাওনা পরিশোধ না করায় এ পর্যন্ত অন্তত ৫ জন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।’
এ সময় শ্রম উপদেষ্টা জানান, ঈদুল আজহার আগের ৩ দিন এবং পরের ৭ দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। রেসিং যাতে না হয় বুড়িগঙ্গা প্রবেশের পর লঞ্চের গতি কমানোর নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান এম সাখাওয়াত হোসেন।
তিনি জানান, ঈদ সামনে রেখে আগামীকাল (বৃহস্পতিবার, ২২ মে) থেকে চালু হচ্ছে রৌমারি চিলমারী ফেরি চলাচল।
ব্রিফিংয়ে ফুটপাত দখল প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘সিটি করপোরেশন সঠিক ভূমিকা নেয় না বলেই ফুটপাত দখলমুক্ত হচ্ছে না। সরকার যেকোনো দখলবাজির বিপক্ষে।’