প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা
দেশে এখন
1

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ (রোববার, ২৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল পাঁচটার পর এ বৈঠক শুরু হয়।

বৈঠকে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের মধ্যে রয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ।

এছাড়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।

এ ছাড়া বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে এবি পার্টির চেয়ারম্যান মুজিবর রহমান মঞ্জু, বাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খালেকুজ্জামান ভূঁইয়া এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

আরো পড়ুন:

দ্বিতীয় ধাপে বৈঠকে অংশ নেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলামী পার্টি।

এর আগে শনিবার (২৪ মে) রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা।

বৈঠক শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সেজু