সাভারে পথসভার মধ্যদিয়ে এনসিপির ৩০ দিনব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্ত ঘোষণা দেন নাহিদ ইসলাম।
দীর্ঘ এই সফর শেষে এনসিপির শীর্ষ নেতাদের গাড়ি বহর রওনা হয় ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ের দিকে। অন্যদিকে নেতা কর্মীদের স্লোগানে স্লোগানে মুখোর হয় বাংলামটরের কার্যালয়। বুধবার রাতে সাড়ে ১২টায় নাহিদ ইসলাম ও তাদের গাড়িবহর পৌঁছায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে। এসময় ঢাকা মহানগরীর নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা ও শাপলা শাপলা স্লোগানে স্বাগত জানায় এনসিপির শীর্ষ নেতাদের।
এরপর নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ ও ঘোষণা পত্র ঘোষণা এলেই এই জুলাই পদযাত্রা সফল হবে।’
এসময় আগামী ৩ আগস্ট শহীদ মিনারে সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হবার কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘আগামী ৩ আগস্টের মধ্যে আমরা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন দেখতে চাই। ৩ আগস্ট আমরা জাতীয় নাগরিক পার্টির ইশতেহার ঘোষণা করবো।’
আরও পড়ুন:
এছাড়াও গোপালগঞ্জ সশস্ত্র হামলা ও মাইলস্টোন ট্রাজেডির কারণে যে জেলাগুলোতে পদযাত্রা করা সম্ভব হয়নি, সেগুলোতে ৫ আগস্ট পরবর্তী সময়ে পদযাত্রার মাধ্যমে ৬৪ জেলাতে জনগণের কাছে পৌঁছানোর প্রতিশ্রুতি দেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘গোপালগঞ্জে সশস্ত্র হামলা ও মাইলস্টোন ট্র্যাজেডির কারণে আমরা কয়েকটি জেলায় পদযাত্রা করতে পারিনি। ৫ আগস্টের পরে আমরা সেসব জেলায় জেলা সমাবেশ করবো। ৬৪টি জেলায় আমাদের পদার্পণ হবে এবং জনগণের কাছে যাওয়ার প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।’
জুলাই পদযাত্রার মাধ্যমে জনগণের সাথে আত্মার সম্পর্ক হয়েছে এনসিপির। জনগণের কাছাকাছি যেতে এমন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন এনসিপির আহবায়ক। পদযাত্রার সময় কিছু সমস্যা ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে সে জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।