সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে কথা বলেন সেনাসদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম ও মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উল-দৌলা।
সেখানে জানানো হয়, গত আগস্ট থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৬১১টি অস্ত্র ও ২ লাখ ৮৫ হাজার ৭৬১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এছাড়া বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ১৯৬৯ জনসহ মোট ১৪ হাজার ২৬৬ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সেনাবাহিনী।
পরে কেএনএফ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন সেনাবাহিনীর ডিরেক্টর অপারেশন। তিনি জানান, কেএনএফের চট্টগ্রাম থেকে ৩০ হাজার পোশাক পাওয়ার বিষয়টি তদন্ত করছে সেনাবাহিনী। পুশইন কোনোভাবে কাম্য নয় বলেও এ সময় মন্তব্য করেন এই সেনা কর্মকর্তা।
দেশের নানা ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই সেনা কর্মকর্তা বলেন, ‘সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো মতপার্থক্য নেই। সরকার সেনাবাহিনী, একে-অপরের পাশে আছে।’
ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলা বলেন, ‘সেনাবাহিনী সব সময় দেশের সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।’
বন্দর-করিডর নিয়ে প্রশ্নের জবাবে এই সেনা কর্মকর্তা বলেন, ‘জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো বিষয়ে সেনাবাহিনী কখনোই সম্পৃক্ত হবে না। দেশের স্বার্থের বাইরে গিয়ে সেনাবাহিনী কোনো সিদ্ধান্ত নেয় না।’
সংবাদ সম্মেলনে কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, 'বর্তমানে দেশের বিরাজমান পরিস্থিতিতে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদের নিরাপত্তা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।'