জাতীয় ঐকমত্যে যেসব মৌলিক বিষয় অমীমাংসিত, জানালেন আলী রিয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ
দেশে এখন
0

জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফায় বৈঠক শেষে একই ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারবেন; জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, সংবিধান সংশোধনের প্রক্রিয়া, বিচারবিভাগ বিকেন্দ্রীকরণের মত মৌলিক বিষয়গুলো অমীমাংসিত রয়ে গেছে।

আজ (সোমবার, ২৬ মে) বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি নিয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি।

আলী রীয়াজ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে দলগুলোর সঙ্গে ঐকমত্য পৌঁছেতে পারেনি কমিশন। তবে সংবিধানের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র অন্তর্ভুক্ত করার প্রস্তাবে বহুত্ত্ববাদ না রাখার বিষয়ে অধিকাংশ দল একমত হয়েছে।’

এসময় কমিশন ও রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে জনমত নেয়ার জন্য পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে জরিপ পরিচালনা করার কথাও জানান তিনি।




এনএইচ