আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত রাজধানীর মহাখালীতে গণমিছিলের পূর্বে এমন মন্তব্য করেন তিনি।
মোহাম্মদ তাহের বলেন, ‘স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে জামায়াত কোন আপোস করবে না। স্থায়ী গণতন্ত্রের জন্য লড়াই করবে জামায়াতে ইসলামী।’
আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘ট্রেডিশনাল পদ্ধতিতে মানুষের অধিকার বাস্তবায়ন হয় না, তাই পিআর পদ্ধতি নির্বাচন দিতে হবে।’
কেউ যদি বলে পিআর পদ্ধতি বুঝে না তার রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশ শেষে দলটির প্রায় হাজারখানেক নেতাকর্মী নিয়ে গণমিছিলে অংশ নেয়।