ভারতের ওপর উচ্চ হারে শুল্কারোপের হুঁশিয়ারি ট্রাম্পের

নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ
বিদেশে এখন
আন্তর্জাতিক বাণিজ্য
0

রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখলে ভারতের ওপর আরও উচ্চ হারে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দেন তিনি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো মস্কো থেকে তেল রপ্তানি বন্ধ করলেও, সেই সুযোগে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়িয়েছে ভারত— এমন অভিযোগ ট্রাম্পের। তিনি বলেন, ‘বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় তেলের বাজার ভারত। যেখান থেকে যুদ্ধ চালিয়ে যাওয়ার আর্থিক যোগান পাচ্ছে মস্কো।’ 

আরও পড়ুন:

অবশ্য যুক্তরাষ্ট্রের এ হুঁশিয়ারির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রানধির জায়সাওয়াল জানান, যুদ্ধ শুরুর আগে রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে উৎসাহ দিয়েছিল যুক্তরাষ্ট্র। আর এখন তার উল্টো গান গাইছে। একই সঙ্গে দেশটির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের সমালোচনাও করেন তিনি।

এসএইচ