জানা গেছে, গতকাল (২৭ মে) জুলাই আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা এবং পুনর্বাসনের দাবিতে হাসপাতালটির পরিচালককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন সেবাপ্রত্যাশী অনেকে। এর জেরে হাসপাতালের নার্স-কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সেবাপ্রত্যাশীরা। এর জেরেই ধর্মঘট ডাকেন তারা।
এ সময় একাধিক ব্যক্তি গায়ে কেরোসিন ও পেট্রোল ঢেলে আত্মাহুতির হুমকি দেন। পরে এই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকেই জীবনের নিরাপত্তা চেয়েছেন হাসপাতালটির নার্স ও কর্মচারীরা।
এদিকে চিকিৎসাসেবা বন্ধ থাকায় সেবা নিতে বাসা রোগীরা পড়েছেন বিপাকে।
চিকিৎসক, নার্স ও স্টাফদের অবস্থান কর্মবিরতিতে লাঠিসোঁটা নিয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের একাংশের বিরুদ্ধে। এ ঘটনায় একাধিক চিকিৎসক-নার্স ছাড়াও হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশ কয়েকজন রোগীও আহত হয়েছেন বলে জানা গেছে।