চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ডাক্তার-কর্মচারীদের ধর্মঘট; হামলার অভিযোগ

ডাক্তার-কর্মচারীদের ধর্মঘট, কর্মসূচি ও হামলার দৃশ্য
দেশে এখন
0

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালককে কার্যালয়ে অবরুদ্ধ করার জেরে ধর্মঘট করেছেন হাসপাতালটির ডাক্তার, নার্স ও কর্মচারীরা। এতে আজ (বুধবার, ২৮ মে) সকাল থেকেই চক্ষু বিজ্ঞানে সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। বেলা ১২টার দিকে অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

জানা গেছে, গতকাল (২৭ মে) জুলাই আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা এবং পুনর্বাসনের দাবিতে হাসপাতালটির পরিচালককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন সেবাপ্রত্যাশী অনেকে। এর জেরে হাসপাতালের নার্স-কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সেবাপ্রত্যাশীরা। এর জেরেই ধর্মঘট ডাকেন তারা।

এ সময় একাধিক ব্যক্তি গায়ে কেরোসিন ও পেট্রোল ঢেলে আত্মাহুতির হুমকি দেন। পরে এই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকেই জীবনের নিরাপত্তা চেয়েছেন হাসপাতালটির নার্স ও কর্মচারীরা।

এদিকে চিকিৎসাসেবা বন্ধ থাকায় সেবা নিতে বাসা রোগীরা পড়েছেন বিপাকে।

চিকিৎসক, নার্স ও স্টাফদের অবস্থান কর্মবিরতিতে লাঠিসোঁটা নিয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের একাংশের বিরুদ্ধে। এ ঘটনায় একাধিক চিকিৎসক-নার্স ছাড়াও হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশ কয়েকজন রোগীও আহত হয়েছেন বলে জানা গেছে।

এসএইচ