নিবন্ধন-প্রতীক ফিরে পেতে ইসিতে জামায়াতের প্রতিনিধিদল

নির্বাচন কমিশন, জামায়াতে ইসলামীর লোগো
দেশে এখন
0

নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল। আজ (সোমবার, ২ জুন) সকালে নির্বাচন কমিশন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল বৈঠক শুরু করে।

গতকাল উচ্চ আদালতের রায়ে জামায়াতের নিবন্ধন ফিরে দেয়ার পর দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

এ ছাড়া দলটির প্রতীক ফিরে পাবে কি না, সেটিও ইসি সিদ্ধান্ত দেবে বলেও জানায় আপিল বিভাগ। মূলত এ বিষয়গুলো নিয়ে আলোচনা করতেই নির্বাচন কমিশন কার্যালয়ে আসেন জামায়াতের প্রতিনিধিদল।

এসএস