জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা

প্রথম জামাতে নামাজ আদায় করছেন প্রধান উপদেষ্টা
দেশে এখন
0

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (শনিবার, ৭ জুন) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে তিনি নামাজ আদায় করেন। নামাজ শেষে ড. ইউনূস উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে জামাতে অংশ নেন প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, সরকারের উপদেষ্টাবৃন্দ, ঢাকায় নিযুক্ত মুসলিম দেশের কূটনীতিকগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিকে ঈদের জামাত নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জাতীয় ঈদগাহে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সার্বিক নিরাপত্তায় ফায়ার সার্ভিস, র‍্যাব, পুলিশ, এসএসএফসহ বিভিন্ন বাহিনী মোতায়েন ছিল।

এবার ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

এএইচ