রাজধানীতে ২য় দিনের মতো কোরবানি চলছে, এখনো রয়েছে বর্জ্য

পশু কোরবানি
দেশে এখন
0

রাজধানীতে ২য় দিনের মতো কোরবানি চলছে। সেসব কোরবানির বর্জ্য অপসারণ করতে শুরু করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। সংস্থা দুটি দ্রুত বর্জ্য অপসারণের দাবি করলেও এখনো বিভিন্ন এলাকায় বর্জ্য রয়েছে। আবার কোথাও কোথাও বর্জ্য রাখা আছে স্তূপ করে।

রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি সড়ক। কিছুক্ষণ আগেও এখানে পড়ে ছিল কোরবানির পশুর বর্জ্য। তবে ঘণ্টাখানেকের মধ্যে সিটি করপোরেশনের বর্জ্যের ট্রাক এসে সেই বর্জ্য তুলে নেয়।

যদিও পুরো ঢাকার চিত্র এমন নয়। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গলির মধ্যে ময়লা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোথাও কোথাও আবার স্তূপ করে রাখা হয়েছে বর্জ্য। এখনো বর্জ্য আছে কোনো কোনো এলাকায়। ফলে নিজ উদ্যোগে কেউ কেউ সেগুলো পরিষ্কার এবং ব্লিচিং পাউডার ছিটানোর কথা জানালেন।

এদিকে, সকাল থেকে কোরবানির বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের কর্মীদের তেমন দেখা না গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে এসব বর্জ্য অপসারণ শুরু হয়। তারা বলছেন, বর্জ্য অপসারণের পর সেখানে ব্লিচিং পাউডারসহ অন্যান্য জীবাণুনাশক দিতে খানিকটা সময় লাগে।

এর আগে শনিবার রাত ৯টার দিকে দক্ষিণ সিটি এবং রাত সাড়ে ১০টার দিকে উত্তর সিটি করপোরেশন জানায় তাদের প্রথম দিনের শতভাগ বর্জ্য সরানোর কাজ শেষ হয়েছে।

এএইচ