দামেস্ক-ত্রিপলির পর ঢাকাই সবচেয়ে অযোগ্য শহর

ঢাকা শহর
দেশে এখন
0

দামেস্ক-ত্রিপলির পর বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় শীর্ষ শহর ঢাকা। ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) ২০২৫ সালের জরিপে উঠে এসেছে এ তথ্য।

ব্রিটিশ সংবাদভিত্তিক ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের সিস্টার অর্গানাইজেশন ইআইইউ গতকাল (মঙ্গলবার, ১৭ জুন) প্রকাশ করে ১৭৩টি শহরের এ জরিপ।

জরিপে বলা হয়, ভূরাজনৈতিক সংঘাত আর অস্থির শাসনব্যবস্থা প্রভাব ফেলেছে সারা বিশ্বের স্থিতিশীলতা, শিক্ষা, স্বাস্থ্য আর অবকাঠামোতে। তবে বসবাসযোগ্যতা সূচকের গড় অপরিবর্তিত রয়েছে, এক বছর আগেও যা ছিল ১০০ ৭৬ দশমিক এক।

তালিকায় ঢাকার পর চতুর্থ ও পঞ্চম বসবাস অযোগ্য শহর করাচি ও আলজিয়ার্স।

অন্যদিকে শীর্ষ বসবাসযোগ্য শহর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। এরপরই তালিকায় রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা, সুইজারল্যান্ডের জুরিখ, অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং আরেক সুইস শহর জেনেভা।

এসএস