বিশ্বে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু বাংলাদেশে; লজ্জাজনক বললেন স্বাস্থ্যের ডিজি

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর
দেশে এখন
1

বাংলাদেশে ডেঙ্গুতে বিশ্বের মধ্যে সর্বোচ্চ মৃত্যুহারকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবু জাফর। আজ (বুধবার, ১৮ জুন) দুপুরে আইইডিসিআর-এর কনফারেন্স হলে ২০২৪-২৫ সালের ডেঙ্গুর বাহকের কীটতাত্ত্বিক জরিপ অবহিতকরণ সভায় এ মন্তব্য করেন তিনি।

ফেব্রুয়ারি মাসে চালানো জরিপে দেখা গেছে, ঢাকার দুই সিটি করপোরেশনের অন্তত ১৩টি ওয়ার্ড ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রয়েছে। আর মার্চ মাসে দেশের ৮টি জেলায় জরিপ চালিয়ে বরগুনা, ঝিনাইদহ, মাগুরা, পিরোজপুর ও পটুয়াখালীকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইইডিসিআর।

আইইডিসিআর জানায়, সুপেয় পানির অভাবে পানি জমিয়ে রাখার প্রবণতার কারণে বরগুনায় ডেঙ্গুর বিস্তার ঘটেছে।

এদিকে করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর ঊর্ধ্বগতিতে উদ্বেগ বাড়ছে। তবে অর্থসংকট ও নানা সীমাবদ্ধতার কারণে এ বছর ডেঙ্গু মৌসুম শুরু হওয়ার আগেই পূর্ব প্রস্তুতিমূলক জরিপ চালাতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর।

ইএ