নভেম্বরের মধ্যেই শ্রম আইন সংশোধন: উপদেষ্টা সাখাওয়াত

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন
দেশে এখন
3

নভেম্বরের মধ্যেই শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আজ (বুধবার, ১৮ জুন) বিকেলে শ্রম কল্যাণ মন্ত্রণালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের চেক সংগ্রহ ও বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

উপদেষ্টা জানান, বর্তমানে দেশে ৩৫ লাখ শিশু শ্রমিকের মধ্যে ১০ লাখ শিশু অধিক ঝুকিপূর্ণ শিশুশ্রমের সাথে জরিত।

তিনি বলেন, ‘শ্রম আইন অনুযায়ী যারা রেজিস্ট্রেশন করবেন না, তাদের ব্যাবসায় করতে দেওয়া হবে না। দেশের শ্রম আইন যাতে প্রয়োগ হয় সে ব্যাপারে সরকার কঠোর আছে।’

ঝুঁকিপূর্ণ সব শিশুশ্রম বন্ধে আইএল ও কনভেনশন ১৩৮ ও ১৮২ অনুসমর্থন এবং শিশু শ্রম নিরাসনে বিভিন্ন নীতিগত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে এসময় জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা।

এ ছাড়া এশিয়া-প্যাসিফিক গ্রুপভুক্ত দেশগুলোর নতুন সমন্বয়কারী দেশ হিসেবে বাংলাদেশ দায়িত্ব গ্রহণ করেছে জানিয়ে উপদেষ্টা জানান, সুইজারল্যান্ডের জেনেভায় এশিয়া-প্যাসিফিক গ্রুপভুক্ত দেশগুলোর শ্রমমন্ত্রীদের সঙ্গে অনুষ্ঠিত সভায় জাপানের কাছ থেকে এক বছরের জন্য এ দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ।

আগামী সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন, ‘এর জন্য বাংলাদেশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।’ এবারের ঈদ যাত্রায় নৌ ও সড়কপথে বড় ধরনের কোন সমস্যা হয়নি বলেও জানান তিনি।

সেজু