মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

যুক্তরাষ্ট্র সফরে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
দেশে এখন
0

যুক্তরাষ্ট্র সফরে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। গতকাল বুধবার (১৮ জুন) ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার বর্তমান ভূরাজনৈতিক অবস্থা এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে আলোচনা হয়। সেই সঙ্গে আলোচনায় উঠে আসে রোহিঙ্গা ইস্যুও।

এসময় উপ-পররাষ্ট্রমন্ত্রী ল্যান্ডাউ বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ সময়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন।

পরে ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে একটি পৃথক বৈঠক করেন।

এসএইচ