আজ (রোববার, ২২ জুন) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারুণ্যের রাষ্ট্র সংলাপ 'শিক্ষা ও শিক্ষাঙ্গন' শীর্ষক এক সংলাপে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা ও গবেষণায় কোনো অবহেলা করা হবে না।’ এসময় আলোচকরা জানান, বিগত দিনে শিক্ষাক্ষেত্রে ব্যাপক রাজনীতিকরণ করা হয়েছে। এসময় দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা উল্লেখ করে মাতৃভাষায় শিক্ষার গুরুত্বের কথা জানান সালাহউদ্দিন আহমেদ।