বুধবার (১৮ জুন) সকালে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রকাশিত ফলাফলে অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে চাকরি প্রত্যাশীরা।
প্রেসক্লাবের সামনের দুই সড়কে বসে পড়ায় বন্ধ থাকে যান চলাচল। পুলিশ বারবার সরে যেতে বললেও স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
তাদের দাবি, শিক্ষক নিবন্ধনের প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও মৌখিক পরীক্ষায় রেকর্ড ২০ হাজার ৬৮৮ জন প্রার্থীকে ইচ্ছে করে ফেল করিয়ে দেওয়া হয়েছে। এসময় ফলাফল পুনর্মূল্যায়ন করে ভাইভায় অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধন সনদ দেয়ার দাবি জানান তারা।
এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সড়কে যান চলাচল স্বাভাবিক করতে আন্দোলনরতদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে দেশে ফেরত প্রবাসীদের জুলাই প্রবাসী যোদ্ধা স্বীকৃতিসহ চার দফা দাবি নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ও অন্যান্য দেশ থেকে ফেরত আসা প্রবাসীরা।
প্রধান উপদেষ্টার ব্যক্তিগত প্রচেষ্টায় আমিরাতের কারাগার থেকে ১৮৯ জন দেড় থেকে চার মাসের মধ্যে মুক্তি পেয়ে দেশে ফিরলেও একই মামলায় এখনো ২৫ জন প্রবাসী দীর্ঘ নয় মাস ধরে আবুধাবির আল সদর জেলে বন্দী। এসময় তাদের মুক্তির দাবি জানান স্বজনেরা।
আন্দোলনকারীরা বলেন, ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল পুনর্বাসনের প্রতিশ্রুতি দিলেও দীর্ঘ ৮ মাসে তা বাস্তবায়ন হয়নি। দেশে ফেরত আসা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসন ও তাদের রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্ত করতো হবে।’
ক্ষতিগ্রস্ত প্রবাসীদের চার দফা দাবি বাস্তবায়ন ও সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান দেশে ফেরত প্রবাসীরা।