এসময় সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এসব ঘটনা কোনভাবেই মেনে নেয়া যায় না। মব ভায়োলেন্স বন্ধ হয়নি, তবে কমছে। জড়িতদের ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হবে।’
তিনি বলেন, ‘নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। ভাল নির্বাচনের জন্য শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, রাজনৈতিক দলগুলোর উপরও নির্ভর করে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’