‘ঘনবসতিপূর্ণ দেশে একটি ভুল শব্দ পুরো দেশকে অস্থিতিশীল করতে পারে’

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মেটার কর্মকর্তারা
দেশে এখন
0

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য মোকাবিলায় আরো কার্যকর উপায় খুঁজে বের করতে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটাকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তিনি বলেন, 'ঘনবসতিপূর্ণ দেশে একটি ভুল শব্দ পুরো দেশকে অস্থিতিশীল করতে পারে।' কিছু লোক ইচ্ছা করে এমনটি করে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৬ জুন) সন্ধ্যায় যমুনায় মেটার এশিয়া প্যাসিফিকের পাবলিক পলিসি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সাইমন মিলনার এবং পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারওয়ারের সঙ্গে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

আরো পড়ুন:

এসময় মেটা কর্মকর্তা মিলনার বলেন, 'আসন্ন সাধারণ নির্বাচনের আগে মিথ্যা তথ্য প্রতিরোধে তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।'

পাঁচ বছর ধরে বাংলাদেশের জন্য মেটার একটি ডেডিকেটেড টিম রয়েছে বলেও জানান তিনি।

সেজু