'চলতি বছরে রাজধানীতে ৫ লাখ গাছ লাগানো হবে'

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
পরিবেশ ও জলবায়ু
দেশে এখন
0

পরিকল্পিত বনায়নের লক্ষ্যে চলতি বছরে রাজধানী ও এর আশপাশের এলাকায় ৫ লাখ গাছ লাগানো হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ (বৃহস্পতিবার, ২৬ জুন) সকাল ১০ টায় রাজধানীর পূর্বাচলে বনায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, 'জিরো সয়েলে বায়ু দূষণ প্রতিরোধে সহযোগিতা করবে। সরকার পতিত জমি জিরো সয়েল কর্মসূচির আওতায় সবুজায়নের উদ্যোগ নিয়েছে। এটি বাস্তবায়ন হলে বায়ু দূষণ হ্রাস পাবে।'

একইসাথে বনায়নের জন্য বন অধিদপ্তর বিভিন্ন এলাকাভিত্তিক কর্মপরিকল্পনা দেবে বলেও জানান রিজওয়ানা হাসান।

আর এই কাজে ঢাকাবাসীকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, '২০১০ সাল থেকে সবুজ ধ্বংস প্রক্রিয়া শুরু হয়েছে।' এর আগে গাছের চারা রোপণ করে বনায়নের উদ্বোধন করেন তিনি।

সেজু