দুদকের বিরুদ্ধে হাসনাতের ঘুষ দাবির অভিযোগে অনুসন্ধান শুরু: মহাপরিচালক

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন
দেশে এখন
1

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ'র ঘুষ দাবির অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। আজ (বৃহস্পতিবার, ২৬ জুন) দুদকের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

আক্তার হোসেন বলেন, ‘এনসিপি নেত্রী প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন, প্রকৃত ঘটনা উন্মোচিত হলে ভুল বুঝতে পারবেন হাসনাত আবদুল্লাহ।’ 

এদিকে ২৯তম বিসিএসে প্রভাব খাটিয়ে চাকরি পাওয়া ২১ জনের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। 

এছাড়া ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান নিজাম চৌধুরী, সাবেক এমডি পিকে হালদারসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

এসএইচ