শেখ হাসিনার বিচারের দাবিতে ‘জুলাই ঐক্যের’ পদযাত্রা

জুলাই ঐক্যের পদযাত্রা
দেশে এখন
0

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম, শেখ হাসিনার বিচার, জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য। আজ (মঙ্গলবার, ১ জুলাই) জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে এই পদযাত্রাটি শেষ হয় শাহবাগে।

এসময় সংগঠকরা জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি দাবি করেন। জানান, অন্তর্বর্তী সরকার জুলাই ঐক্য ধরে রাখতে পারেনি। সাংবাদিকদের বিরুদ্ধে মামলার কোনো অগ্রগতি হয়নি উল্লেখ করে তারা দ্রুত মামলাগুলোর অগ্রগতি ও দোষীদের শাস্তি দাবি করেন।

সবশেষে ৩৬ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। কর্মসূচিতে গুরুত্ব পায় জুলাই আন্দোলনে সব দল, গোষ্ঠীকে নিয়ে অনলাইন ও অফলাইনে গণসংযোগ, আহত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, শহীদদের স্মরণে দোয়া ও কবর জিয়ারত, মিছিল, গণসমাবেশ ও জুলাই আন্দোলন নিয়ে তথ্যচিত্র প্রকাশের বিষয়।

এসএস