এসময় সংগঠকরা জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি দাবি করেন। জানান, অন্তর্বর্তী সরকার জুলাই ঐক্য ধরে রাখতে পারেনি। সাংবাদিকদের বিরুদ্ধে মামলার কোনো অগ্রগতি হয়নি উল্লেখ করে তারা দ্রুত মামলাগুলোর অগ্রগতি ও দোষীদের শাস্তি দাবি করেন।
সবশেষে ৩৬ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। কর্মসূচিতে গুরুত্ব পায় জুলাই আন্দোলনে সব দল, গোষ্ঠীকে নিয়ে অনলাইন ও অফলাইনে গণসংযোগ, আহত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, শহীদদের স্মরণে দোয়া ও কবর জিয়ারত, মিছিল, গণসমাবেশ ও জুলাই আন্দোলন নিয়ে তথ্যচিত্র প্রকাশের বিষয়।