‘যুক্তরাষ্ট্রের শুল্কারোপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ৯ জুলাইয়ের পর’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
দেশে এখন
4

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা করলেও ৯ জুলাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ (মঙ্গলবার, ৮ জুলাই) সকালে নিজ সরকারি বাসভবনে যুক্তরাষ্ট্রের শুল্কারোপ প্রতিক্রিয়ায় প্রেস সচিব জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভালো বন্ধু। শুল্কনীতি নিয়ে এখনও আলোচনা চলমান রয়েছে।

আরো পড়ুন:

তিনি বলেন ‘চূড়ান্ত আলোচনার পর আশা করি দুই দেশের জন্য ভালো কিছু হবে। এ আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।’

তবে, নতুন শুল্কনীতি আরোপিত হলেও দুই দেশের বাণিজ্যিক লেনদেনে প্রভাব পড়বে না এমন দাবি প্রেস সচিবের।

আরো পড়ুন:

আর যারা শুল্কনীতি নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করছেন তাদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের বাণিজ্যের ধরণের সঙ্গে ওই সমস্ত দেশের ভিন্নতা রয়েছে।’

এনএইচ