মানববন্ধনে বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের ওপর নিপীড়নের পরও নীরব ভূমিকা পালন করেছে জাতিসংঘ।
এসময় তারা অভিযোগ করেন, ইসলাম বিরোধী কার্যক্রম নির্বিঘ্ন করতে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
বিতর্কিত কর্মকাণ্ড বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। ইসলামপ্রিয় মানুষের পক্ষে থাকতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।