জননিরাপত্তাহীনতার পুরোনো অভিযোগ ফের আলোচনায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড। ৯ জুলাইয়ে সংগঠিত এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর থেকে প্রতিবাদে সরব শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সবশেষ গ্রেপ্তার লিটন গাজীর পর সোহাগ হত্যাকাণ্ডে আজ (রোববার, ১৩ জুলাই) ঢাকা ও নেত্রকোনা থেকে সজিব ও রাজীব নামে আরও দুই জনকে গ্রেপ্তারে কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।
এই ঘটনার বিচারের দাবিতে এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। দুপুরে মেডিকেল কলেজ চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।
এদিকে, সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
দেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা কলেজে প্রতিবাদ সমাবেশ করেছে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। আজ (রোববার, ১৩ জুলাই) সকালে ঢাকা কলেজের মূল ফটকের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, ‘দেশের চলমান অস্থিরতার জন্য রাজনৈতিক দলগুলোকেই দায় নিতে হবে।’
এছাড়াও, সোহাগ হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এর আগে, গত বুধবার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং পাথর মেরে হত্যা করে সন্ত্রাসীরা। পরের দিন এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।