গণঅভ্যুত্থানে শহীদদের বাবা-মাকে মঞ্চে বসালেন উপদেষ্টারা

নারায়ণগঞ্জ
মঞ্চের নীচে বসে আছেন উপদেষ্টারা
এখন জনপদে
দেশে এখন
1

বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হয়েছে। আজ (সোমবার, ১৪ জুলাই) বিকালে নগরীর হাজীগঞ্জ এলাকায় এর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা। এসময় অনুষ্ঠানের মঞ্চে অভ্যুত্থানে শহীদদের বাবা-মাকে বসিয়ে নিচে বসেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা। শহীদদের প্রতি সম্মান জানিয়ে উপদেষ্টারা এ কাজ করেন।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সদর থানাধীন হাজীগঞ্জ নতুন সড়ক সংলগ্ন স্থানে জুলাই স্মৃতি স্তম্ভটি উদ্বোধন করতে এক এক করে পাঁচজন উপদেষ্টা এসে উপস্থিত হোন। অনুষ্ঠানস্থলে প্রবেশ করে প্রথমে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য এবং আহতদের সাথে কথা বলেন উপদেষ্টারা।

এসময় আহত এবং শহীদ পরিবারের সদস্যরা অভ্যুত্থানের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রিয়জনদের হারিয়ে শহীদ পরিবারের সদস্যরা এখনো সেই শোক কাটিয়ে উঠতে পারেনি। এসময় উপদেষ্টারা সকলের খোঁজ খবর নেন। আহতদের চিকিৎসার বিষয়েও খোঁজ নেন তারা। পরে তারা শহীদ পরিবারের সদস্য এবং আহতদের নিয়ে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করেন।

জুলাই আন্দোলনে শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার, বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খাঁন।

এএইচ