দ্রুত সিদ্ধান্ত নিয়ে জাতীয় সনদের পথে এগোনোর আহ্বান ঐকমত্য কমিশনের

অধ্যাপক ড. আলী রীয়াজ
দেশে এখন
0

সময় অনুযায়ী প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় জাতীয় সনদ তৈরির প্রক্রিয়ায় দ্রুত অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ।

আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) বেলা ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় ১৪তম বৈঠকের সূচনায় তিনি বলেন, ‌‘সময়ের সীমাবদ্ধতা বিবেচনায় অবস্থানগত পরিবর্তন আনতে হবে। অনিস্পন্ন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সকলকে নিয়ে জাতীয় সনদের জায়গায় যেতে হবে।’

তিনি বলেন, ‘কমিশন আলাদা কোনো সত্তা নয়। কমিশন ব্যর্থ হলে সকলে ব্যর্থ হবে। আমাদের ব্যর্থ হওয়ার সুযোগ নেই।’

বৈঠকের সূচিতে আজ আলোচনার বিষয় দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, সংবিধান সংশোধন এবং সংসদে নারী প্রতিনিধিত্ব।

ড. রিয়াজ আরও বলেন, ‘কয়েকদিনের আলোচনায় কাঠামোগত বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। মানুষের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে দায় ও দায়িত্ব অনুভব করতে হবে। মৌলিক বিষয়ে সকলের মতামতের ভিত্তিতে আমরা এক জায়গায় পৌঁছাতে পারি।’

এসময় তিনি আলোচনায় গতি আনার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘সমঝোতা ছাড়া সামনে এগোনো সম্ভব নয়, তাই কাঠামোগত বিষয়ে দ্রুত ঐকমত্যে পৌঁছানো জরুরি।’

এনএইচ