আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের বিদেশে বসে ভোট দেয়ার সুযোগ দিতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে বিভিন্ন দেশে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ চলছে।’
হুমায়ুন কবীর জানান, এখন পর্যন্ত ৯টি দেশে ১৭ হাজার ৩৬৭ জন প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন এবং বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে আরও ২৯ হাজার ৬৪৬ জনের।
এ কার্যক্রমের আওতায় চলতি মাসেই জাপানে প্রবাসীদের নিবন্ধন শুরু হবে। পাশাপাশি আগামী ২ মাসের মধ্যে আরও ৫টি দেশে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
চলতি বছর মোট ২৫টি দেশে প্রবাসীদের ভোটার অন্তর্ভুক্তির কার্যক্রম চালানো হবে বলে জানান তিনি।
এনআইডি মহাপরিচালক আরও বলেন, ‘প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির পাশাপাশি খুব শিগগিরই দেশের ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে।’