আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) বেলা ১১টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ২য় দফায় ১৪তম বৈঠক শুরু হয়।
দ্বিকক্ষবিশিষ্ট সংসদ এবং সংবিধান সংশোধন নিয়ে দিনব্যাপী আলোচনা করেন রাজনৈতিক দলের নেতারা। বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে দায় এবং দায়িত্ব অনুভব করতে হবে। সময় স্বল্পতা বিবেচনায় দলগুলোর পূর্বের অবস্থান পরিবর্তন করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘অনিষ্পন্ন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সকলে মিলে জাতীয় সনদ তৈরির জায়গায় যেতে হবে। তবে বৈঠকে পূর্বের অবস্থান থেকে সরে আসেনি রাজনৈতিক দলগুলো। নিম্নকক্ষে সংসদ সদস্যদের অনুপাতে উচ্চকক্ষ চায় বিএনপিসহ কয়েকটি দল।’
অন্যদিকে কমিশনের প্রস্তাব অনুযায়ী সারাদেশে প্রাপ্ত ভোটের অনুপাতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের বিষয়ে একমত জামায়াত, এনসিপিসহ বেশিরভাগ রাজনৈতিক দল। নিম্নকক্ষের প্রতিচ্ছবি উচ্চকক্ষে দেখতে চায় না বলে, নেতারা নানা যুক্তি তুলে ধরেন। একটা দল সংখ্যানুপাতিক না চাইলে বৈষম্য হবে বলে জানান জামায়াতের নায়েবে আমির।