এই সমাবেশ থেকে নির্বাচনে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতি, জুলাই গণহত্যার বিচার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ সাত দফা দাবি জানাবে দলটি।
সকাল থেকে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন রাস্তা-মোড়ে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে জামায়াতের নেতাকর্মীরা। মূল সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে দুপুর ২টায়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। মঞ্চের সামনে ৬০০ এর বেশি আসন রাখা হয়েছে পাশাপাশি জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আলাদা বসার ব্যবস্থা রেখেছে দলটি।