‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত আমিরের সুস্থ থাকা প্রয়োজন’

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাতের পর সংবাদ সম্মেলনে কথা বলছেন মির্জা ফখরুল
রাজনীতি
দেশে এখন
0

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত আমিরের সুস্থ থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শনিবার, ১৯ জুলাই) রাতে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেখত এসে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জামায়াত আমীরের শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছেন। একে রাজনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে উল্লেখ করেন তিনি।

আরো পড়ুন:

আর আমিরের শারীরিক অবস্থা সন্তোষজনক বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কিছুক্ষণ বিশ্রামে থেকে রাতেই নিজ বাসায় ফিরতে পারেন বলেও জানান তিনি। উল্লেখ্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির।

দুই বার স্টেজে পড়ে যাওয়ার পর বসে থেকেই সমাবেশের বক্তব্য শেষ করেন তিনি। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এএইচ