সে তালিকা অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আট জন, বার্ন ইনস্টিটিউটে আহত ৭০ জন, সিএমএইচে আহত ১৪ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে ১১ জন, উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত এক জন- সর্বমোট ১৬৪ জন আহত অবস্থায় ভর্তি রয়েছে।
আরও পড়ুন:
এছাড়া বার্ন ইনস্টিটিউটে দুই জনের মরদেহ, সিএমএইচে ১১ জনের মরদেহ, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুই জনের, লুবনা জেনারেল হাসপাতালে দুই জনের এবং উত্তরা আধুনিক হাসপাতালে এক জনের সহ মোট ১৮ জনের মরদেহ রয়েছে।
আইএসপিআর এ সংখ্যা ১৮ জন বলে জানালেও ফায়ার সার্ভিস ১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে।