আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টকে’ প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও বলেন, ‘চীন বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায়। এই উদ্যোগে অন্য কিছু দেশও আগ্রহ দেখাচ্ছে। লক্ষ্য হলো—আঞ্চলিক শান্তি, উন্নয়ন এবং প্রতিবেশীদের সার্বভৌমত্ব রক্ষা করা।’
তিনি বলেন, ‘বাংলাদেশ-চীন-পাকিস্তানের সম্ভাব্য ত্রিপক্ষীয় উদ্যোগ কেবল রাজনৈতিক নয়, অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মিলে উন্নত, সমৃদ্ধ অঞ্চল গড়ে তুলতে চায়।’
ডিক্যাব টকে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে এম মঈনুদ্দিন। সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুনও অনুষ্ঠানে বক্তব্য দেন।