অর্থ উপদেষ্টা বলেন, ‘মার্কিন প্রেসিডেন্টের নতুন ট্যারিফ নীতিতে বাণিজ্য ঘাটতি কমাতে প্যাকেজের আওতায় বিভিন্ন পণ্য কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে সে বিষয়ে এখনি বিস্তারিত বলা যাচ্ছে না।’
পরে বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে জানাবে বলে জানান অর্থ উপদেষ্টা। এদিকে, সার এবং এলএনজির সরবরাহ স্বাভাবিক রাখতে সিদ্ধান্ত নিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি।
এক প্রশ্নের জবাবে, এখন থেকে সরকারি জমি আর কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে প্রতীকী মূল্যে বরাদ্দ না দেয়ার প্রস্তাবনার কথাও জানান অর্থ উপদেষ্টা।