জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দের দোয়া
দেশে এখন
0

হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ। আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাসপাতালে আসেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান।

এসময় জামায়াত আমীরের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন নেতৃবৃন্দ।

এএইচ