এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক মো. সাব্বির হাসান (৩০), যাত্রী মো. জাহিদ হাসান (২১) এবং আব্দুল্লাহর (২৪)। আহত অন্য দুই বাংলাদেশি যাত্রীরা হলেন— মো. হাবিব বিশ্বাস ও মণিরাম চন্দ্র। তাদেরকে কুয়ানতানের তেঙ্কু আম্পুয়ান আফজান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা যায়।
আরও পড়ুন:
কুয়ানতানের ভারপ্রাপ্ত ওসিপিডি সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদ জানান, চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়িটির রোড ট্যাক্স মে মাসে শেষ হয়ে গেছে। গাড়ির মালিক ও সংশ্লিষ্টদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
জানা যায়, অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো এবং বৈধ কাগজপত্র ছাড়াই যান চলাচলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এছাড়া নিহতদের মরদেহ কুয়ানতান হাসপাতালে ময়নাতদন্তের পর বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।