নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের তালিকা প্রকাশের দাবি জয়নুল আবদিনের

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক
দেশে এখন
0

যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে অন্তর্বর্তী সরকারকে তাদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ (শুক্রবার, ৮ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

এসময় বিএনপিকে যারা নব্য ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করছে, তাদের হুঁশিয়ারি দিয়ে সংযত আচরণ করার আহ্বান জানান বিএনপির এ নেতা।

জামায়াতে ইসলামীর উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘১৯৭১-এ শহিদ জিয়াউর রহমান আপনাদের ক্ষমার যে দৃষ্টান্ত দেখিয়েছেন, সেটির মর্যাদা আপনারা রাখতে পারেননি।’

তিনি বলেন, ‘শেখ মুজিব জনপ্রিয়তা অর্জন করেছিলো, কিন্তু ক্ষমতায় আসার পরে বাকশাল কায়েম করতে গিয়ে জনপ্রিয়তা ধসে পড়েছে।’

সেদিন গণতন্ত্রকে হত্যা করেছিলো বলেও মন্তব্য করেন তিনি।

এসএস