আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন: যৌথ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা

যৌথ ব্রিফিংকে ড. মুহাম্মদ ইউনূস, আনোয়ার ইব্রাহিম
দেশে এখন
2

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টায় পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছানোর পর এদিন শুরু হয় সফরের মূল আনুষ্ঠানিকতা। বৈঠকে বিভিন্ন বিষয়ে ৫টি সমঝোতা স্মারক সই এবং দুটি নোট বিনিময় হয়।

আরও পড়ুন:

যৌথ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিসহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।’ এসময় তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেয়ায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

এছাড়া রোহিঙ্গা সংকট বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গা আমাদের জন্য বড় সংকট। এ সংকট সমাধানে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সাহায্য চাই।’

এসময় বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় ড. ইউনূস গুরুত্বপূর্ণ ভূমিকার বর্ণনা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

এর আগে, কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।

ড. ইউনূসের সফরসঙ্গী হিসেবে রয়েছেন চার উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ দূত, বিডা চেয়ারম্যান, পররাষ্ট্র সচিব ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এনএইচ