ইসির সিনিয়র সচিব বলেন, ‘পর্যবেক্ষণের জন্য ৩১৮টি আবেদন পেয়েছে নির্বাচন কমিশন। সেগুলো যাচাই-বাছাই চলছে।’
তবে রোডম্যাপ কোন পদ্ধতিতে হবে, সেটা পরবর্তীতে জানানোর কথা বলেন তিনি।
এদিকে, বিকেলে নির্বাচনসহ নানা বিষয়ে বৈঠক হয় নির্বাচন কমিশনের।
বৈঠকের পর জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, ‘আগামীতে সুষ্ঠু, নিরপেক্ষ সংবিধান অনুযায়ী নির্বাচন চায় জাতীয় পার্টি।’
এছাড়া, সুষ্ঠু ভোটের জন্য দলটির বর্তমান সরকারের ওপর আস্থা আছে বলে জানান তিনি।
এসময় তিনি দলের একটি গ্রুপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগকে অবৈধ বলে মন্তব্য করেন।