সাদা পাথর লুটের ঘটনায় অজ্ঞাত ২ হাজার জনের নামে মামলা

সিলেটের সাদাপাথর উত্তোলন
অপরাধ
দেশে এখন
0

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় অজ্ঞাত এক হাজার ৫০০ থেকে দুই হাজার জনকে আসামি করে মামলা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, গতকাল (শুক্রবার, ১৫ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব।

মামলার এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতকারী গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধ ও অনুমোদিতভাবে কোটি কোটি টাকার পাথর লুটপাট করেছে মর্মে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যারা এ ঘটনায় জড়িত রয়েছেন, তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

আরও পড়ুন:

এদিকে গত তিনদিন প্রশাসন অভিযান চালিয়ে লুট হওয়া প্রায় একলাখ ঘনফুট পাথর জব্দ করে। অভিযান অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে বলে জানায় প্রশাসন।

এসএস