ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করছে সরকার: ফয়েজ আহমেদ তৈয়্যব

ফয়েজ আহমেদ তৈয়্যব
দেশে এখন
0

নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ সামনে রেখে ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) রাজধানীর এক হোটেলে আয়োজিত আর্থিক খাতে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।

ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, ‘আগামী নির্বাচনের আগে আর্থিক খাতসহ দেশের বিভিন্ন সেক্টরে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা রয়েছে। দেশের আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য সাইবার সিকিউরিটি আইন কার্যকর ভূমিকা রাখতে পারে। নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ সামনে রেখে ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করছে সরকার। ’

ব্যাংকিং খাতে নতুন প্রযুক্তি ব্যবহার, নিয়মিত নিরাপত্তা অডিট এবং দক্ষ জনবল নিয়োগ না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও জানান বক্তারা।

এসএস